আগামী সপ্তাহে বাংলাদেশের আদালতে ক্ষতিপূরণ মামলা করবে ফেসবুক

১৮ নভেম্বর, ২০২০ ২৩:০৯  
বাংলাদেশে আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলামকে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।  ওয়ান সফটওয়্যার লিমিটেড নামের একটি বাংলাদেশি প্রতিষ্ঠান ফেসবুক ডটকম বিডি নামে একটি দেশি ডোমেইন খোলার পর এ নিয়ে বাংলাদেশে মামলা চালাতে তাকে নিয়োগ দেয়া হয়েছে । সূত্রমতে, তার মাধ্যমেই ‘৫০ হাজার ডলার ক্ষতিপূরণ চেয়ে বাংলাদেশের আদালতে মামলা করবে ফেসবুক কর্তৃপক্ষ। কেননা সম্প্রতি অভিযুক্ত ডোমেইনটি ৬ মিলিয়ন ডলারে বিক্রি করা হবে বলে জানা গেছে। ফেসবুকের পক্ষ থেকে ওই ওয়েবসাইট বন্ধে একাধিকবার লিগ্যাল নোটিশ পাঠালেও সেটা বন্ধ করা হয়নি জানিয়ে ব্যারিস্টার মোকছেদুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, ইতোমধ্যে ৭০০ পৃষ্ঠার একটি ডকুমেন্ট সরবরাহ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। আগামী সপ্তাহে ঢাকার নিম্ন আদালতে ক্ষতিপূরণের মামলা করা হবে।